উদ্দিপন:
কুমিল্লা জেলার আঞ্জলিক উদ্দিপন অফিস বারপাড়া ইউনিয়ন পরিষদের আওতায় অবস্থিত।
সেবা সমূহ:
১। বেকার ও শিক্ষীত যুবক/ যুবতীদের বিভিন্ন আইডি প্রশিক্ষনের মাধ্যমে দক্ষকর্মী হিসাবে গড়ে তুলে।
২। গরীব অসহায় লোকদেরকে বিভিন্ন ভাবে ঋণ হসযোগীতা করে আসছে।
৩। হাস মুরগী ও গরু বাছুর পালনের প্রশিক্ষণ ফ্রিতে দিয়ে থাকেে।
এছাড়া আরও বিভিন্ন এনজিও সংস্থার মাঠ পর্যায়ে কাজ করেন
১। আশা,
২। ব্রাক,
৩। ইসলামী ব্যাংকের সঞ্চয় শাখা
বেসরকারী সংস্থা গুলো বারপাড়া ইউনিয়নের জনগনকে আর্থিক ভাবে সহায়তা প্রদানের জন্য শিক্ষা, স্বাস্থ্য, ক্ষুদ্র ঋণ সহ বিভিন্ন কার্যক্রম চালু রয়েছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS